২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কবিতা খানমকে নির্বাচনী প্রচারণায় সীমাহীন প্রতিবন্ধকতা সৃষ্টি ও নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়টি অবহিত করার পর গভীর রাতে যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুবৃত্তরা। কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার এবং পতাকা স্ট্যান্ড ভাঙচুর করে তারা। অফিসের সামনে ব্যানার ও গেট ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দৃবৃত্তরা।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত দলীয় কার্যালয়ে যান এবং বিষয়টি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসানকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দলীয় কার্যালয়ের নিরাপত্তার বিষয়ে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে বলে অমিত জানান।

এ ব্যাপারে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কবিতা খানমকে নির্বাচনী প্রচারণায় সীমাহীন প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি অবহিত করা হয়েছিল। তিনি গুারুত্ব সহকারে প্রতিটি কথা শুনে ছিলেন এবং উপস্থিত বিভাগীয় কমিশনার, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মইনুল হককে এ ধরণের ঘটনার পুনারাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ছিলেন।

যশোরে জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলে, দুবৃত্তরা অফিসের ভিতরে ঢুকার চেষ্টা করে ছিল কিন্তু দরজা ভাঙ্গতে পারিনি। তারা অফিসের সামনের অংশে ভাংচুর করেছে ও অগ্নি সংয়োগ করেছে। এ ব্যাপারে থানা অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

দুপুর ২ টায় সময় এ ব্যাপারে জানতে চাইলে কোতায়ালী থানা ওসি অপূর্ব হাসান বলেন, এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি বা বিএনপি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বিদেশী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সকল