২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোরে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কবিতা খানমকে নির্বাচনী প্রচারণায় সীমাহীন প্রতিবন্ধকতা সৃষ্টি ও নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়টি অবহিত করার পর গভীর রাতে যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুবৃত্তরা। কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার এবং পতাকা স্ট্যান্ড ভাঙচুর করে তারা। অফিসের সামনে ব্যানার ও গেট ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দৃবৃত্তরা।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত দলীয় কার্যালয়ে যান এবং বিষয়টি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসানকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দলীয় কার্যালয়ের নিরাপত্তার বিষয়ে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে বলে অমিত জানান।

এ ব্যাপারে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার কবিতা খানমকে নির্বাচনী প্রচারণায় সীমাহীন প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি অবহিত করা হয়েছিল। তিনি গুারুত্ব সহকারে প্রতিটি কথা শুনে ছিলেন এবং উপস্থিত বিভাগীয় কমিশনার, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মইনুল হককে এ ধরণের ঘটনার পুনারাবৃত্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ছিলেন।

যশোরে জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলে, দুবৃত্তরা অফিসের ভিতরে ঢুকার চেষ্টা করে ছিল কিন্তু দরজা ভাঙ্গতে পারিনি। তারা অফিসের সামনের অংশে ভাংচুর করেছে ও অগ্নি সংয়োগ করেছে। এ ব্যাপারে থানা অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

দুপুর ২ টায় সময় এ ব্যাপারে জানতে চাইলে কোতায়ালী থানা ওসি অপূর্ব হাসান বলেন, এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি বা বিএনপি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় হতাহত ৯ নোয়াখালীতে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার ২ সরকারি অফিসারদের বেশিভাগ পতিত সরকারের দোসর : মুজিবুর রহমান রাজনৈতিক খবরে ক্লান্ত আমেরিকানরা, বলছে নতুন জরিপ মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃত নির্বাচনে বিলম্বিত করছে : মির্জা ফখরুল তুরস্ক থেকে স্বদেশের পথে হাজারো সিরীয় শরণার্থী গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন ভিনিসিউস, আছে রোনালদো-নেইমারের নাম সাদপন্থী জিয়া বিন কাসিম গ্রেফতার নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দরের কার্যক্রম আজারবাইজানি বিমান বিধ্বস্তের আগে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছিল ব্রাজিলে সেতু ধসে নিহত বেড়ে ১০

সকল