সৌদি বাদশাহর বড় ভাইয়ের ইন্তেকাল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুলাই ২০১৯, ২০:০৩
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সৎ ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি সৌদ রাজ পরিবারের বাদশাহ আবদুল আজিজ আল সৌদের ১০ম ছেলে ছিলেন।
তবে আল সৌদ পরিবারের রাজনীতিতে সক্রিয় ছিলেন না প্রিন্স বন্দর। তিনি বাদশাহ আবদুল আজিজ আল সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। রোববার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
প্রিন্স বন্দরের ছেলেরা দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন বন্দর রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর মক্কার ডেপুটি গভর্নর এবং প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রিন্স বন্দরের মৃত্যুতে রাজ পরিবারের সদস্যরা শোকপ্রকাশ করেছেন। আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম, আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোমবার মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা