২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সেই রিতুর নেতৃত্বেই আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয় পেল বাংলাদেশ মহিলা হকি দল

বাবা-মায়ের সাথে রিতু - ছবি : নয়া দিগন্ত

নড়াইলের মেয়ে রিতু খানমের নেতৃত্বে আন্তর্জাতিক মহিলা হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ। এ জয়ে ইতিহাস হয়ে রইল রিতুর দল।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয় মহিলা হকি দল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায়।

দলের পক্ষে অধিনায়ক রিতু খানম ও তারিন আক্তার খুশি একটি করে গোল করেন। এর আগে ৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ওইদিন প্রথমবারের মতো আন্তর্জাতিক মহিলা হকিতে অভিষেক হয় বাংলাদেশের মেয়েদের।

এ টুর্নামেন্টে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের লড়াই করবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের সাথে।

বাংলাদেশের মেয়েরা নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে ১২ সেপ্টেম্বর। এ ম্যাচেও জয়ের প্রত্যাশা রিতুবাহিনীর।

এছাড়া ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ১৫ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

এদিকে, বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রিতুর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমঙ্গলহাটা গ্রামে। হকির জগতে রিতুকে এ পর্যন্ত আসতে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে।

সিঙ্গাপুর যাওয়ার আগে রিতুদের বাড়িতে তার সাথে কথা হয় এ প্রতিনিধির। এ সময় তিনি জানান তার জীবনের বন্ধুর পথ পেরিয়ে এগিয়ে যাওয়ার কাহিনী।

রিতু বলেন, ‘খেলাধুলা বন্ধ করতে নবম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে ঠিক হয়েছিল। তবু দমে যাইনি। কারণ, খেলাধুলাটা আমার জীবনে রক্তের মতো। রক্তছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি খেলাধুলা ছাড়া আমিও বাঁচতে পারি না।’

রিতু আরো বলেন, চতুর্থ শ্রেণিতে পড়া সময় থেকেই দিলীপ স্যারের (দিলীপ চক্রবর্তী) হাত ধরে খেলাধুলা শুরু করি। এ পর্যন্ত আসতে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। খেলার জন্য এলাকাবাসী ও পাড়া-প্রতিবেশির কটূক্তি সহ্য করেছি। এক সময় বাবা-মা ও ভাইয়ের চোখেও আমি যেন অপরাধী! শুধুমাত্র খেলা চালিয়ে যাওয়ার কারণে। তাই সবাই সিদ্ধান্ত নিলেন, আমাকে বিয়ে দিবেন।’

তিনি আরো বলেন, ‘তখন নবম শ্রেণির শিক্ষার্থী আমি। ঢাকায় পাত্রও ঠিকঠাক। এ অবস্থায় আমার মন ভীষণ খারাপ। আমাকে খেলাধুলা ছেড়ে দিতে হবে, একথা ভেবে খুব কষ্ট পাচ্ছিলাম। তবে ভেঙে পড়িনি। এ পরিস্থিতিতে বাবা-মাকে বুঝিয়ে বিয়ে ভেঙে দিলাম। যদিও ছেলেটি (পাত্রের ছবি দেখিয়ে) অনেক সুদর্শন ও বড়লোক। তবুও খেলার কথা বিবেচনা করে বিয়ে ভেঙে দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার এই সিদ্ধান্তকে (বিয়ে ভেঙ্গে দেয়া) এখন সবাই স্বাগত জানায়।’

‘তাদের (এলাকাবাসী) চোখে অবজ্ঞা ও অনাগ্রহ করা সেই মেয়েটি (রিতু) এখন জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক। খেলাধুলা অবজ্ঞা করা মানুষগুলোই এখন আমাকে বাহবা দেন, উৎসাহ যোগান। তাদের এই সুদৃষ্টি আমি বেশ উপভোগ করি, অনুপ্রেরণা পাই’, বলছিলেন রিতু।

‘মহিলা হকি দলের অধিনায়ক হওয়ার আগেই ২০১৭ সালে নেপালে কিকভলি খেলতে যাওয়ার সুযোগ পাওয়ায় চমকে যান সবাই। ওই সময় অনেকেই মন্তব্য করেন, আমাদের সেই ছোট মেয়েটি (রিতু) খেলার জন্যই বিদেশ (নেপাল) যাওয়ার সুযোগ পেয়েছে। তখন তারা বুঝতে পারেন, খেলার জগতটা সুবিশাল। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়।’

রিতু বলেন, সেই থেকেই এলাকাবাসী তাকে খেলার প্রতি সমর্থন যুগিয়েছেন; উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক হওয়ার খবরে আরো খুশি হয়েছেন এলাকাবাসীসহ আত্মীয়-স্বজন। পরিবার থেকেও পূর্ণ সমর্থন পাচ্ছি। ঢাকায় অনুশীলনের সময় মাকে কাছে পেয়েছি, এটি আমার জন্য বড় প্রাপ্তি।

এখন ভালো খেলে দেশ ও দশের জন্য সুনাম বয়ে আনতে চান রিতু। বলেন, ‘আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে চাই। খেলার জগতে নিজেকে আরো পোক্ত করতে চাই। এজন্য সবার দোয়া চাই।’

দেখুন:

আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

সকল