২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেশি টান থেকে রেহাই পাবেন যেভাবে

পেশি টান - ছবি : সংগৃহীত

পেশি টান বা মাসল স্ক্রাম্প অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টের। শরীরে খনিজ উপাদান পটাসিয়াম ও পানির অভাব হলে বিশ্রাম নেয়ার পর অথবা সকালে ঘুমের শেষে কখনোবা হঠাৎ আড়মোড়া ভাঙলে মাসল স্ক্রাম্প বা পেশি টান ধরে। শীতে এই সমস্যাটা বেশি হয়। কয়েক সেকেন্ড থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক স্থায়ী থাকে এই ব্যথা। পেশি টান বা মাসল স্ক্রাম্প প্রতিরোধে পটাসিয়াম এবং পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পেশি ও ¯œায়ুর মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে। প্রোটিনেরও ভালো ভূমিকা রয়েছে পেশি টান প্রতিরোধে।

যাদের এই সমস্যাটি হয়ে থাকে তাদের পর্যাপ্ত পানি পান এবং পটাসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, মিষ্টিআলু, শিম, বাদাম প্রভৃতি বেশি বেশি খাওয়া উচিত। পটাসিয়াম পেশি ও ¯œায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এই খনিজ উপাদানটি শরীরকে কার্বন ভাঙতে এবং পেশি তৈরি করতে সহায়তা করে। পটাসিয়ামের চমৎকার উৎস হলো কলা। মিষ্টিআলুও কলার মতোই পটাসিয়ম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। এমনকি কলার চেয়েও ছয়গুণ বেশি ক্যালসিয়াম থাকে মিষ্টিআলুতে।

শিম ও বাদামেও আছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ম্যাগনেসিয়াম। এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে শরীরে যাতে পানির অভাব না হয়। নারিকেলের পানি ও লেবুর রসও শরীরে পানির মাত্রা ঠিক রাখে। যাদের মাঝে মধ্যেই পেশি টানের মতো সমস্যায় পড়তে হয় তারা উল্লিখিত খাবারগুলো নিয়মিত খাবেন। এতে তাদের আর এই সমস্যায় পড়তে হবে না। এ ছাড়া হঠাৎ করে কারো যদি কখনো পেশিতে টান ধরে যায় তা হলে তৎক্ষণাৎ তাকে এক-দুই গ্লাস পানি পান করে নিতে হবে। এতে পেশি টানের ভাবটা ধীরে ধীরে কমে যাবে। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব আরেফিন এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না : জামায়াত আমির কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন

সকল