২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আর্সেনাল কোচ উনাই এমেরি বরখাস্ত

- সংগৃহীত

ইউরোপা লিগে পরাজয়ের কারণে শুক্রবার আর্সেনাল কোচ উনাই এমেরিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগের কোচ আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের ১৮ মাস পর এমেরিকে বরখাস্ত করল আর্সেনাল।

এর আগে বৃহস্পতিবার ইউরোপা লিগে ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আর্সেনাল। এনিয়ে টানা সাত ম্যাচ জয়হীন লন্ডনের ক্লাবটি। এদিকে প্রিমিয়ার লিগে বর্তমানে আর্সেনালের অবস্থান আট নম্বরে।

এক বিবৃতিতে আর্সেনাল বলেছে, ‘ফলাফল এবং পারফরম্যান্সের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি ইয়ুনবারিকে সহকারী পদ থেকে পদন্নোতি দিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement