২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেসি ফিরলেন বার্সেলোনাও জিতল

- ছবি : সংগৃহীত

সান্তি কাজোরলার হাওয়ায় ভাসানো শট ডান থেকে বাঁ দিকে বাতাসে দোল খাওয়াতেই বোকা বনে গেলেন টের স্টেগান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগমুহূর্তেই গোল হজম করে বসে বার্সেলোনা। এর আগেই অবশ্য মেসির দুর্দান্ত কর্নার থেকে গ্রিজমানের হেড আর আর্থার মিলারের দুর্দান্ত শটে ২-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। কাজোরলার গোলে ভিয়ারিয়াল ব্যবধান কমালেও ফলাফলে পরিবর্তন আনতে পারেনি। লা লিগায় নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতলেও বার্সেলোনার জন্য খারাপ খবরও আছে একটা—চোটে পড়ে মাঠ ছাড়েন ফিফার বর্ষসেরা তারকা লিওনেল মেসি।

ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির বাঁকানো কর্নার কিক থেকে হেডে গোল করেন গ্রিজমান। ১৫তম মিনিটে বুসকেটসের বাড়ানো বল জোরালো শটে জালে জড়ান আর্থার মিলার। শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণকে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থেকে ভিয়ারিয়ালকে আরও চেপে ধরে কাতালানরা। ২২তম মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেন ভিয়ারিয়াল গোলরক্ষক। গ্রিজমানের শট সহজেই আটকে দেন অ্যাসেনজো।
ম্যাচের ২৮ মিনিটে এসে নীরবতা নেমে আসে ন্যু ক্যাম্পে। তাদের প্রিয় তারকা, যক্ষের ধন মেসি যে চোট পেয়ে মাঠ ছাড়ছেন। মিনিট চারেক পর তিনি মাঠে ফিরে আসলে উল্লাসে ফেটে পড়ে বার্সা-সমর্থকেরা। মেসির মাঠে ফেরায় গ্যালারি ঠাসা দর্শকেরা খুশি হলেও আর কোনো গোল করতে কিংবা করাতে পারেননি বার্সার আর্জেন্টাইন এই তারকা। এ দিকে ম্যাচের ৪৪ মিনিটে কাজোরলার দুর্দান্ত শটে ব্যবধান কমায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির বদলি হিসেবে মাঠে নামেন দেম্বলে। মিনিট দু-এক পর সমতায় ফেরার ভালো সুযোগ হাতছাড়া করে ভিয়ারিয়াল। গোলপোস্টের সামনে থেকেও ঠিকানা মতো বল পাঠাতে ব্যর্থ হন কাজোরলা। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলাতেই ছন্দপতন ঘটে। খোলসে ঢুকে যায় দুই দলের খেলোয়াড়েরাই। শেষদিকে সুয়ারেজের বদলি হিসেবে ফাতিকে নামান ভালভার্দে। নেমেই গ্রিজমানের সঙ্গে বল দেয়া-নেয়া করে গোলের ভালো সুযোগ তৈরি করেন ফাতি। শেষ পর্যন্ত অবশ্য তাঁর গোল পোস্টের বেশ দূর দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।


আরো সংবাদ



premium cement
জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যের দখল আরাকান আর্মির ৩৬টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী

সকল