১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

মেসির চেয়ে কিভাবে এগিয়ে রোনালদো?

মেসির চেয়ে কিভাবে এগিয়ে রোনালদো? - ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকার দেয়া মানে সেখানে অবধারিতভাবে আসবে লিওনেল মেসি প্রসঙ্গ। কে বড়, রোনালদো না মেসি তা নিয়ে তর্ক থামার নয়। এ বার পর্তুগিজ মহাতারকা স্বয়ং সেই বিতর্কে যোগ দিলেন এবং পরিষ্কার দাবি করলেন যে মেসির থেকে একটা জায়গাতে অন্তত তিনি এগিয়ে। সেটা হচ্ছে, ইউরোপের একাধিক ক্লাবের হয়ে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। মেসির সাফল্য সেখানে একটা মাত্র ক্লাবে।

রোনালদো সাক্ষাৎকারে মেসিকে নিয়ে বলেছেন, ‘‘ও অসাধারণ ফুটবলার। পাঁচ বার ব্যালন ডি’ওর পাওয়ার জন্য লোকে ওকে মনে রাখবে না। মনে রাখবে ঠিক আমার মতো বছরের পর বছর নিজের খেলায় উন্নতি করার জন্য।’’ রোনালদোর আরো কথা, ‘‘রোজ সকালে ঘুম থেকে উঠে আরো ভালো কিছু করার শপথ নিই। শুধু অর্থ উপার্জনের জন্য ফুটবলটা খেলি না। ঈশ্বরকে ধন্যবাদ যে আমার অর্থের অভাব নেই। তাই যা করি তা ফুটবল ইতিহাসে জায়গা স্থায়ী করতে।’’

মেসি চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। রোনালদো পাঁচ বার। একবার জিতেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদের চার বার। মেসির যাবতীয় সাফল্য বার্সেলোনাতেই। ইউরোপের সেরা টুর্নামেন্টে সব চেয়ে বেশি গোলও রোনালদোর। ১৬২ ম্যাচে ১২৬টি। মেসির ১১২ টি। ১৩৫ ম্যাচে। যে প্রসঙ্গ টেনে রোনালদোর মন্তব্য, ‘‘মেসির সঙ্গে আমার ফারাকটা হচ্ছে আমি একাধিক ক্লাবে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। ছ’টি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছি। মনে হয় না খুব বেশি ফুটবলার পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলে ছিল। তাই এই জায়গাটাতে নিজেকে আমি আলাদা ভাবতেই পারি।’’

সাক্ষাৎকারে জ়িনেদিন জ়িদানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোনালদো। বলেছেন, ‘‘জ়িদান আমাকে প্রচুর সাহায্য করেছেন। এমনিতেই ফুটবলার হিসেবে ওকে অসম্ভব শ্রদ্ধা করতাম। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে ওর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায় আমার। উনি যে ভাবে ফুটবলারদের সঙ্গে মিশতেন, যে ভাবে কথা বলতেন, বিশেষ করে আমার সঙ্গে যে ব্যবহার করতেন, তা সব সময়ই মুগ্ধ করত।’’

 


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল