৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আকবরকে জড়িয়ে মায়ের কান্না

রংপুরে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন আকবর আলী : নয়া দিগন্ত -

উচ্ছ্বাস আর ভালোবাসায় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে বরণ করল রংপুরবাসী। বিশ্বকাপজয়ী অধিনায়ক আসছে, এই আনন্দে সকাল থেকেই রংপুরের মানুষের মধ্যে আনন্দের বন্যা। বেলা সাড়ে ১২টায় আকবরকে বহনকারী বিমানটি যখন সৈয়দপুরে অবতরণ করে, তখন ‘আকবর... আকবর’ ধ্বনিতে মুখরিত হয় চারপাশ।
বিমানবন্দরে তাকে বরণ করে নেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেখান থেকে গাড়িবহরে রংপুর আসতে পথের দুই পাশে ছিল হাজারো জনতার উপস্থিতি। পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের আয়োজিত গণসংবর্ধনায় আকবরকে শুভেচ্ছা জানায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। অভিনন্দনের জবাবে আকবর আলী বলেন, এ ভালোবাসায় আমি বিস্মিত হয়েছি। সবার কাছে দোয়া চাই। আমি ভবিষ্যতে বাংলাদেশকে আরও বেশি কিছু দিতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সারা দেশ আজ আনন্দ উল্লাস করছেন। আমরাও রংপুরে এর আয়োজন করছি।
সংবর্ধনা শেষে আকবর যান বাড়িতে। হাজারো জনতার ভিড় এড়িয়ে ১০ মিনিটের পথ যেতে এ দিন লেগেছে ঘণ্টাখানেক। আকবরকে কাছে পেয়ে গর্ভধারিণী মা শাহিদা বেগম আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা, আকবরও চোখের পানি থামাতে পারেননি। প্রসঙ্গত, বিশ্বকাপের মাঝপথেই যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের একমাত্র বোন খাদিজা।
আকবরের বাবা মোহাম্মদ মোস্তফা আহমেদ জানান, আমি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞ। তারা আমার ছেলেকে এত ভালোবাসে। আমি তাদের ভালোবাসায় কৃতজ্ঞ। আমার ছেলে অনেক কষ্ট করে ওই জায়গায় গেছে। আমি ওকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করলাম। মা শাহিদা বেগম বলেন, আমি চাই আমার ছেলে যেন ন্যাশনালে খেলতে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: শাফিউর রহমান শফি, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ারুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক ৫২ সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল কলকাতায় জাতীয় পতাকা পোড়ানোয় বাংলাদেশের নিন্দা

সকল