১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো

-

সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৪ বছর বয়সী এ প্রোটিয়া আগামী দুই বছর সাকিব-তামিমদের কোচিং করাবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল দুপুরে রাসেল ডমিঙ্গোকে টাইগারদের প্রধান কোচ নির্বাচনের ঘোষণা দেন। তিনি ২১ আগস্ট নতুন দায়িত্বে যোগ দেবেন।
বর্তমানে টাইগারদের বোলিং কোচ সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গভেল্ট। স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। ব্যাটিং কোচে বহাল আছেন নিলো ম্যাকেঞ্জি। এবার আরেক প্রোটিয়া ডমিঙ্গোকে বেছে নিয়ে কোচিং প্যানেল পূর্ণ করল বিসিবি।
গত ৭ আগস্ট বিসিবি কর্তাদের কাছে সাক্ষাতকার দিয়েছেন ডমিঙ্গো। টাইগারদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের ভাবনা বিসিবির কাছে তুলে ধরেছেন। তার দারুণ প্রেজেন্টেশন কিছুটা সময় বুঁদ করে রেখেছিল গোটা ইন্টারভিউ বোর্ডকে। শেষে বিসিবির সিদ্ধান্ত গিয়েছে ডমিঙ্গোর পক্ষে। কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের নামও। গত ১৬ আগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড রবি শাস্ত্রীর ওপর দলের দায়িত্ব তুলে দিলে বাদ পড়েন হেসন। শেষ পর্যন্ত ভারত কিংবা বাংলাদেশ কোনো দলেরই কোচ হতে পারলেন না তিনি।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোকে বেছে নেয়ার কারণ হিসেবে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সিদ্ধান্ত নেয়াটা অত্যন্ত কঠিন ছিল। তিনজন ছিল যাদের নিয়ে ভাবতে হয়েছে, কাউকেই বাদ দেয়ার মতো ছিল না। ক্রাইটেরিয়া অনুযায়ী দেখেছি কাকে নেয়া যায়। এর মানে এই নয় যে অন্যরা অযোগ্য। অনেকেই হেড কোচ হতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আসতে পারবেন না। কেউ তিন মাস, কেউ পাঁচ-ছয় মাস পর আসতে পারবেন। আবার কেউ এখন থেকেই কাজ করতে পারবেন। কাকে কবে থেকে পাবো এই বিষয়টাই বড় ভূমিকা রেখেছে। কে ফুলটাইম সময় দিতে পারবেÑ এটাও দেখা হয়েছে। শেষ পর্যন্ত তিনজন ছিল আমাদের টপ লিস্টে। সেখান থেকে রাসেল ডমিঙ্গোকে আমাদের প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করেছি। সে জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথে সমন্বয় করে কাজ করতে চাচ্ছে। আর এই কাজই সে করে এসেছে দক্ষিণ আফ্রিকায়। সে চার বছরের লম্বা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে।’
প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও কোচিংয়ে লম্বা সময়ের অভিজ্ঞতা আছে ডমিঙ্গোর। মাত্র ২৫ বছর বয়সেই ইস্টার্ন প্রোভিন্স যুব দলের কোচ হন। এক যুগ ধরে নানা সময়ে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯, বি-দল ও এ-দল ও জাতীয় দলের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে গ্যারি কারস্টেনের সহকারী থেকে টি-২০ দলের হেড কোচ হন। ২০১৩ সালে কারস্টেনের বিদায়ের পর তিন সংস্করণেই প্রোটিয়াদের হেড কোচের পদ পান। টেস্ট র্যাংকিংয়ে সাত থেকে দুইয়ে ওঠে দেশটি। আইসিসি ওয়ানডে টেবিলের শীর্ষের ওঠে।

 


আরো সংবাদ



premium cement