২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

পাটগ্রামে সীমান্তের ওপর দিয়ে ফাইবার ক্যাবল টানতে চায় ভারত

-

লালমনিরহাটের পাটগ্রামে দেশের বহুল আলোচিত তিনবিঘা করিডোরে লিঙ্ক রোড সীমান্তের ওপর দিয়ে ফাইবার ক্যাবল টানতে চায় ভারত। এ ব্যাপারে তিনবিঘা করিডোরে জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত সোমবার ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহিত উল আলম।
অপর দিকে ভারতীয় ছয় সদস্যের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ৪৫ জলপাইগুড়ি কমান্ডের অধিনায়ক সুব্রত রায়। ভারতীয় প্রতিনিধিদলে দহগ্রাম আঙ্গরপোতার পাশের ভারতীয় বিএসএফের অর্জুন ভিম ও তিনবিঘা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও বাংলাদেশ বিজিবির পানবাড়ি দহগ্রাম এবং আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদাররা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিএসএফ সীমান্তের লিঙ্ক রোডে ফাইবার ক্যাবল টানানোর প্রস্তুতির কথা বিজিবিকে অবহিত করে। তবে বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফাইবার ক্যাবল বসানো যাবে না বলে বিএসএফকে জানিয়ে দেয়। জানা গেছে দহগ্রাম আঙ্গরপোতায় সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের পাশে বাংলাদেশী সীমান্ত অংশে সাধারণ মানুষের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কথা, কিন্তু এ টয়লেট নির্মাণে বিএসএফ বাধা প্রদান করছে। বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ৫১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহিত উল আলম বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে এ ব্যাপারে পরে আবার দুই পক্ষের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


আরো সংবাদ



premium cement