২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইউক্রেনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রুদের স্মরণ

ইউক্রেনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রুদের স্মরণ - এএফপি

ইউক্রেনের বরিস্পিল বিমান বন্দরে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রু-দের স্মরণ করা হয়েছে। বিমানবন্দরের বহির্গমন হলে এয়ারলাইন স্টাফ ক্রুদের প্রতিকৃতির সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করে। ইরান থেকে কিয়েভের উদ্দেশ্যে ছাড়ার পর ইউক্রেন এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান বুধবার বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সকলে নিহত হয়। এদের মধ্যে ইউক্রেনের পাঁচজন পুরুষ ও চার নারী ক্রু’ রয়েছে।

নিহত ক্রুদের শ্রদ্ধা জানানোর জন্যে এয়ারলাইনের স্টাফ ছাড়াও যাত্রী ও স্থানীয়সহ বেশ কিছু সংখ্যক বহির্গমন হলে জড়ো হয়। আরটেম নামে ইউক্রেন আন্তর্জাতিক এয়ার লইন্সের এক পাইলট তার নিহত সহকর্মীদের প্রতিকৃতিতে গোলাপের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলেন,‘আমি তাদের সবাইকেই চিনতাম।’

তিনি বলেন, তেহরান যাত্রার আগে তাদের সকলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা খুবই উদ্বিগ্ন ছিল এবং খুবই খারাপ বোধ করছিল।’

৪০ বছর বয়সী ভাদিম নামে এক সাধারণ নাগরিক, তিনি নিহতদের কাউকেই চেনেন না। তিনি বলেন,‘এটা অত্যন্ত দুঃখজনক। নিহতদের অনেকেই ছিল কম বয়সী।’

ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আরো এক যুবককে সেখানে আসতে দেখা যায়, তিনি নিহত এক বিমান পরিচারলকে তার সাবেক ইংরেজি শিক্ষক বলে পরিচয় দেন। তিনি বলেন,‘আমি প্রথমে তার নাম ও পরে তার ছবি দেখতে পেয়ে এখানে এসেছি। তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন।’

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার আগে তেহরান ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবশ্য এ দুর্ঘটনার সঙ্গে তা সম্পর্কিত কি না তার কোনো আলামত পাওয়া যায়নি। সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল