২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রুদের স্মরণ

ইউক্রেনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রুদের স্মরণ - এএফপি

ইউক্রেনের বরিস্পিল বিমান বন্দরে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহত ক্রু-দের স্মরণ করা হয়েছে। বিমানবন্দরের বহির্গমন হলে এয়ারলাইন স্টাফ ক্রুদের প্রতিকৃতির সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করে। ইরান থেকে কিয়েভের উদ্দেশ্যে ছাড়ার পর ইউক্রেন এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান বুধবার বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সকলে নিহত হয়। এদের মধ্যে ইউক্রেনের পাঁচজন পুরুষ ও চার নারী ক্রু’ রয়েছে।

নিহত ক্রুদের শ্রদ্ধা জানানোর জন্যে এয়ারলাইনের স্টাফ ছাড়াও যাত্রী ও স্থানীয়সহ বেশ কিছু সংখ্যক বহির্গমন হলে জড়ো হয়। আরটেম নামে ইউক্রেন আন্তর্জাতিক এয়ার লইন্সের এক পাইলট তার নিহত সহকর্মীদের প্রতিকৃতিতে গোলাপের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলেন,‘আমি তাদের সবাইকেই চিনতাম।’

তিনি বলেন, তেহরান যাত্রার আগে তাদের সকলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা খুবই উদ্বিগ্ন ছিল এবং খুবই খারাপ বোধ করছিল।’

৪০ বছর বয়সী ভাদিম নামে এক সাধারণ নাগরিক, তিনি নিহতদের কাউকেই চেনেন না। তিনি বলেন,‘এটা অত্যন্ত দুঃখজনক। নিহতদের অনেকেই ছিল কম বয়সী।’

ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আরো এক যুবককে সেখানে আসতে দেখা যায়, তিনি নিহত এক বিমান পরিচারলকে তার সাবেক ইংরেজি শিক্ষক বলে পরিচয় দেন। তিনি বলেন,‘আমি প্রথমে তার নাম ও পরে তার ছবি দেখতে পেয়ে এখানে এসেছি। তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন।’

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার আগে তেহরান ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবশ্য এ দুর্ঘটনার সঙ্গে তা সম্পর্কিত কি না তার কোনো আলামত পাওয়া যায়নি। সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সকল