রাশিয়ার বিমানবাহী রণতরীতে আগুন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪, আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮
রাশিয়ার একমাত্র বিমানবাহী রণতরী ‘দ্য অ্যাডমিরাল কুজনেতসভ’এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। নিখোঁজ রয়েছেন একজন। রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, তবে আগুন দ্রুতই নিয়ন্ত্রেণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর্কটিক সাগরের রুশ বন্দর মুরমানস্ক-এ জাহাজটির মেরামত কাজ চলছিল তখন। প্রাথমিকভাবে ছয়জন আহত হওয়ার কথা জানা গেলেও পরে এই সংখ্যা বেড়েছে। একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস।
ইঞ্জিনে সংস্কার কাজ চালানো সময় আগুন ধরে যায়। কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় উপর তলা থেকে। অন্তত ১২০ বর্গমিটার জায়গা জুড়ে আগুন জ্বলছিল। জায়গাটিতে প্রচুর ডিজেল থাকার কারণে আগুন মারাত্মক আকার ধারণ করে। তবে ফায়ার কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা