০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ছেলের নামের জাহাজে যেতে চান আয়লান কুর্দির বাবা

- ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের তীরে পাওয়া সিরিয়ার তিন বছরের শিশু আয়লান কুর্দির লাশের ছবি কাঁপিয়ে দিয়েছিল সারাবিশ্ব।

জার্মানির একটি উদ্ধারকারী জাহাজের নামকরণ করা হয়েছে আয়লানের নামে। তার বাবা এখন যোগ দিতে চান সেই জাহাজে।

ইটালির দৈনিক লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান ৪৫ বছর বয়সি আবদুল্লাহ কুর্দি। ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জার্মান স্বেচ্ছাসেবী সংস্থা সি-আই-এর কাজে সহযোগিতা করতে চান তিনি।

সাক্ষাৎকারে আব্দুল্লাহ কুর্দি জানান, তিনি আবার বিয়ে করেছেন এবং বাবা হতে চলেছেন। ‘‘আমার সন্তানের জন্মের পরপরই আমি সেই জাহাজে গিয়ে অভিবাসীদের উদ্ধারকাজে যোগ দেবো,'' বলেন তিনি।

‘‘আমি তাদের সেই সাহায্যটুকু করতে চাই, যা আমি পাইনি।''

২০১৫ সালে তুরস্কের বোদ্রুম থেকে সাগরপথে গ্রিসের দ্বীপ কসে যাওয়ার সময় দুই সন্তানসহ কুর্দির স্ত্রী মারা যান।

সি-আই আব্দুল্লাহ কুর্দির সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির মুখপাত্র গর্ডেন ইজলার বলেন, ‘‘এই পরিবারটির সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক গড়ে উঠেছে।''

তিনি যোগ করেন, ‘‘যদি আবদুল্লাহ আমাদের চাহিদা অনুযায়ী প্রাতিষ্ঠানিক সব যোগ্যতা পূরণ করে তাহলে আমরা অবশ্যই তাকে আমাদের সঙ্গী করে নেবো। তিনি তখন আমাদের ক্রুদের একজন হবেন এবং কাজ করবেন।''

আয়লান কুর্দি জাহাজটি এখন স্পেনের বুরিনা বন্দরে অলস বসে আছে। কারণ, উদ্ধারকাজ চালাবার মতো অর্থ তাদের নেই। তবে ১২ অক্টোবর থেকে আবার উদ্ধারকাজ শুরু করতে চায় তারা। 

আবদুল্লাহ কুর্দি এখন ইরাকের এরবিলে থাকেন। সেখানে একটি শরণার্থী ক্যাম্পে শিশুদের সাহায্য করেন তিনি। ডয়েচে ভেলে।


আরো সংবাদ



premium cement
‘দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন ন্যায়বিচারের অন্যতম অন্তরায়’ পরমাণু স্থাপনায় হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে নেবে : ইরান যানবাহন নিয়ন্ত্রণে যে নির্দেশনা দিলেন জিএমপি কমিশনার কোনো অনুদানই আমার মায়ের সমান নয় : শহীদ শাহিনুরের মেয়ে মোরেলগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু বইমেলা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে বিধি নিষেধ থাকছে না ইসরাইলি স্পাইওয়্যার প্রতিষ্ঠানের নজরদারিতে ১০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বান্দরবানে গভীর রাতে আ’লীগের ঝটিকা মাশাল মিছিল, পুলিশের অভিযান তাইওয়ানের সরকারি কর্মচারীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল