চুরি হয়ে গেল ‘আমেরিকা’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯
১০৩ কেজি স্বর্ণের তৈরি ‘আমেরিকা’ নামের টয়লেটটি চুরি হয়ে গেছে। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস সেখানে এক প্রদর্শনী থেকে চুরি হয়ে গেছে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি টয়লেটটি। বাড়িটি স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থান।
প্রদর্শনীর মধ্যে সিঁদ কেটে একটি গ্যাং সেটি চুরি করেছে বলে ব্রিটিশ পুলিশের থেমস ভ্যালি বিভাগের বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
ইতালির শিল্পী মোওরিজিও ক্যাট্টেলানের প্রদর্শনীর অংশ হিসেবে বৃহস্পতিবার এটি খোলা হয়। ‘আমেরিকা’ নামের ওই টয়লেটটির এখনও কোনো খোঁজ পাওয়া না গেলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।
পুলিশ বলছে অন্তত দুটি গাড়ি নিয়ে চোররা এসেছিল বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণ ব্যবাসায়ীদের মতে, এটি গলিয়ে গলিয়ে বার তৈরি করা হলে বাংলাদেশী টাকায় তার মূল্য হতে পারে ৩৩ কোটিরও বেশি।
তদন্তের জন্য এটি আপাতত বন্ধ রয়েছে। পুলিশের গোয়েন্দা পরিদর্শক জেস মিলনে বিবিসিকে বলেছেন, ‘স্বর্ণ দিয়ে তৈরি উচ্চমূল্যের টয়লেটটি যেটি শিল্পকর্ম হিসেবে বিবেচিত সেটি চুরি হয়েছে।
পুলিশের আশঙ্কা, চোররা টয়লেটটি গলিয়ে ফেলতে পারে। তাহলে সেটি আর খুঁজে পাওয়া সম্ভব হবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা