০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

অবশেষে অভিবাসীদের নিয়ে ইটালিতে ভিড়ছে জাহাজটি

ওশেন ভাইকিং ৮২ জন অভিবাসী নিয়ে অবশেষে ইটালির একটি বন্দরে এসেছে - ছবি : সংগৃহীত

উদ্ধারকারী জাহাজ ওশেন ভাইকিং ৮২ জন অভিবাসী নিয়ে অবশেষে ইটালির একটি বন্দরে এসেছে। ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর ইটালি তাদেরকে জাহাজ থেকে নামার অনুমতি দিয়েছে।

বলা হচ্ছে এটা করা হয়েছে কারণ এই অভিবাসীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে পাঠানো হবে।

অনেকে মনে করছেন যে, অভিবাসীদের প্রতি এই আচরণের পরিবর্তন মঙ্গলবার দেশটিতে যে নতুন জোট করা হয়েছে তার পক্ষ থেকে হয়েছে।

এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ম করে দেশটিতে যেসব দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজ অভিবাসীদের নিয়ে আসতো তা আটকে দিত।

ইটালির পররাষ্ট্রমন্ত্রী দেশটির টেলিভিশনে বলেছেন " একটা নিরাপদ বন্দর ঠিক করা হয়েছে কারণ ইউরোপিয় ইউনিয়ন আমাদের অনুরোধ রেখে বেশির ভাগ অভিবাসী নিতে রাজি হয়েছে"।

তবে তিনি এটাও যোগ করেন, এর অর্থ এই নয় যে আবারো উন্মুক্ত বন্দরের নীতিতে ফিরে যাচ্ছি।

"এটা পরিষ্কার যে আগের সরকারের সময় আমাদের লক্ষ্য ছিল যেসব অভিবাসী ইটালিতে আসছে তাদেরকে ইইউভূক্ত অন্যান্য দেশে পাঠিয়ে দেয়া"।

এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এক টুইটে বলেছেন একটা ইউরোপিয়ান চুক্তি হয়েছে ইটালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং লুক্সেমবার্গে মধ্যে যার ফলে দরকার হলে তাদেরকে তীরে আসতে দেয়া হবে।

তিনি বলেন " আমাদের এখন দরকার একটা বাস্তব সাময়িক ইউরোপিয়ান ব্যবস্থা"।

অর্থাৎ ইইউ একটা ব্যবস্থা নিচ্ছে যদিও সেটা প্রাথমিকভাবে সাময়িক।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভবিষ্যতের ঐ চুক্তি অনুযায়ী তার দেশ ইটালি থেকে ২৫% উদ্ধার করা অভিবাসী নেবে।

ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা অক্টোবরে মাল্টাতে এক সম্মেলনে যোগ দেবেন। যেখানে তারা একটা বৃহৎ চুক্তিতে পৌছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement
৫৪ ধারায় গ্রেফতারের বিধানের সংস্কার চায় জনগণ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৪ প্রসিকিউটর নিয়োগ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ চক্রান্ত আবার শুরু হয়েছে : মির্জা ফখরুল সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন জনপ্রিয় রক-শিল্পী ইকবাল আসিফ জুয়েল যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে : রাষ্ট্রপতি গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ : রিপোর্ট আজ থেকে খুলেছে প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো প্রিমিয়ার লিগে শিরোপা জিততে মরিয়া আর্সেনাল

সকল