০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে হৈমন্তী

-

সদ্যপরলোকগত বাংলাদেশের কিংবদন্তি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেলিভিশন এরই মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেলিভিশন সঙ্গীতানুষ্ঠান ‘গান চিরদিন’-এর বিশেষ পর্ব নির্মাণ করেছে। আর এই বিশেষ পর্বে আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’টি সঙ্গীত পরিবেশন করেছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘মাগো আর তোমাকে ঘুমপাড়ানির মাসি হতে দেবো না’ এবং ‘উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম’ গান দু’টি নতুন করে গাইলেন হৈমন্তী রক্ষিত। গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় বিটিভিতে গান দু’টির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান হৈমন্তী। হৈমন্তী বলেন, ‘শ্রদ্ধেয় বুলবুল স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তিনি যেন বেহেশতবাসী হন, সেই দোয়াও করি। স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটো গান নতুন করে গাইলাম। আমি অতি সাধারণ একজন শিল্পী। জানি না কেমন গেয়েছি। তবে এতটুকু বলতে চাই, স্যারের সুর-সঙ্গীতে সাবিনা ম্যাডামের গাওয়া দুটো গান আমি গাইতে পেরেছিÑ এ আমার পরম সৌভাগ্য। গুরুজনদের কাজের প্রতি সব সময়ই আমার শ্রদ্ধা। তারা যে গান সৃষ্টি করে গেছেন, এই গানের মধ্য দিয়ে তারা বহুকাল বাংলাদেশের মানুষের মনের মধ্যে বেঁচে থাকবেন। আমার সৌভাগ্য যে বুলবুল স্যারের সুর-সঙ্গীতে আমি গাইতে পেরেছিলাম। তার স্নেহধন্যও হয়েছিলাম আমি।’ হৈমন্তী রক্ষিতের গাওয়া দু’টি গানের পর্ব নিয়ে বিটিভিতে শিগগিরই প্রচার হবে ‘গান চিরদিন’-এর বিশেষ পর্ব। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সঙ্গীতে শাহীন সুমনের ‘মাতাল’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন হৈমন্তী রক্ষিত। এরপর একটি থিম সংয়েও কণ্ঠ দিয়েছিলেন হৈমন্তী।


আরো সংবাদ



premium cement
বিসিএসে ‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত সাকিবকে নিয়ে যা ভাবছে বিসিবি এবার যুক্তরাজ্যে মিলল হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ প্রধান উপদেষ্টার কাছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা আলেপ্পোর বেশির ভাগ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী : নৌপ্রধান শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে স্পেনে বন্যা নিয়ন্ত্রণে অসন্তোষ জানিয়ে ভ্যালেন্সিয়ায় ১ লাখ লোকের বিক্ষোভ ২৪-এর বিপ্লবকে সফল করে তুলতে হবে : আব্দুর রহমান মূসা গাজায় ইসরাইলি বন্দীর নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস

সকল