নাটকে মৌর সঙ্গে আবুল হায়াত ও হিল্লোল
- অভি মঈনুদ্দীন
- ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০
প্যাকেজের আওতায় নির্মিত সাদিয়া ইসলাম মৌ অভিনীত অনেক নাটকই বাংলাদেশে টেলিভিশনে প্রচার হয়েছে। তবে মিডিয়ায় দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম মৌ বিটিভি প্রযোজিত কোনো নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘নীড় ছোট ক্ষতি নেই’। নাটকটি রচনা করেছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। নাটকে আবুল হায়াতের নির্দেশনায় মৌর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আদনান হিল্লোল। আজ রাত ৯টায় শুধু বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন মাহবুবা ফেরদৌস। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘নীড় ছোট ক্ষতি নেই আমার অভিনীত বিটিভির প্রথম নাটক। এর আগে প্যাকেজের আওতায় অনেক টিভি নাটকে আমি অভিনয় করেছি। কিন্তু বিটিভির নিজস্ব প্রযোজনায় এবারই প্রথম। বিটিভিতেই কিন্তু একজন নৃত্যশিল্পী হিসেবে আমার পথচলা শুরু। তাই এই চ্যানেলটির সাথে আমার আবেগ, অনুভূতি, অন্যরকম ভালোবাসা জড়িয়ে আছে। মাহবুবা আপা বেশ কিছুদিন ধরেই নাটকটিতে অভিনয় করার ব্যাপারে যোগাযোগ করে আসছিলেন। অবশেষে বিটিভি প্রযোজিত নাটকে অভিনয় করা হলো। যথারীতি একজন গুণী অভিনেতা নাটকটি রচনা করেছেন। যে কারণে নাটকটিও বেশ ভালো হয়েছে। আমি আশা করি দর্শকের ভালোলাগবে নাটকটি।’ নাটকটি রচনা ও এতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘নাটকটিতে সিলভী চরিত্রে অভিনয় করেছে মৌ। নিঃসন্দেহে মৌ অনেক ভালো করেছে। আমরা যারা কাজ করেছি প্রত্যেকেই যার যার চরিত্রে নিজেদের মতো করেই সাবলীল অভিনয় করার চেষ্টা করেছি। আশা তো করি সব মিলিয়ে নাটকটি ভালো হয়েছে। বাকিটা প্রচারের পর দর্শক ভালো বলতে পারবেন।’ আদনান ফারুক হিল্লোল বলেন, ‘এর আগে মৌ আপার সঙ্গে আমি একটি নাটকেই অভিনয় করেছি। এটি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। আমাদের সমসাময়িক নাট্যরচয়িতাদের নাটকের চেয়ে এটি একটু সিরিয়াস গল্পের নাটক। যে কারণে কাজটি করতে বেশ ভালো লেগেছ্ েআমি আশা করি নাটকটি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় মৌ বিটিভিতে সর্বশেষ গীতি নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’-এ অভিনয় করেছিলেন। এতে মৌ রূপাই চরিত্রে অভিনয় করেন। গত সেপ্টেম্বরে মৌ ২২ বছর পর রাষ্ট্রীয় সফরে কোরিয়ায় গিয়েছিলেন। অঞ্জন আইচ পরিচালিত ‘অথবা শ্রাবণের বৃষ্টিতে’ তার সাম্প্রতিক সময়ের দর্শকপ্রিয় একটি নাটক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা