২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলভিনের আগ্রহ চলচ্চিত্রে

-

ছোট পর্দার তন্বী তরুণী অভিনেত্রী তাসনোভা এলভিন। এখন অভিনয়ই তার পেশা। গেলো ঈদে তার অভিনীত অমি পরিচালিত ‘জাস্ট চিল’ নাটকটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তাসনোভা এলভিন যদিও এখন ধারাবাহিক নাটকে অভিনয়েই বেশি ব্যস্ত কিন্তু চলচ্চিত্রে অভিনয়ে তার দারুণ আগ্রহ রয়েছে। গল্প ও মনের মতো চরিত্র পেলে এলভিন কাজ করতে চান চলচ্চিত্রে। সেই প্রতীক্ষায় আছেন তিনি। এদিকে এলভিন নিয়মিত চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে আমিরুল ইসলাম অরুনের ‘খানদানী মঞ্জিল’, হিমেল আশরাফের ‘কাঁচের পুতুল’, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বিপ্লব হায়দারের ‘ডিগবাজি’। এলভিন বলেন, ‘আমি যে ধারাবাহিকগুলোতে কাজ করছি প্রত্যেকটি ধারাবাহিকেই আমার চরিত্র খুব গুরুত্বপূর্ণ। যে কারণে প্রতিটি নাটকে কাজ করেই আমি বেশ তৃপ্ত। প্রতিটি নাটকের চরিত্রে নিজেকে চরিত্রানুযায়ী ফুটিয়ে তোলার জন্য আমি বেশ শ্রম দিয়ে কাজ করি। যেহেতু অভিনয় আমার পেশা, তাই এখানে সর্বোচ্চ মনোযোগ দিয়েই আমি কাজ করি। কাজগুলোর জন্য যখন দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাই তখন ভীষণ ভালোলাগে।’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এলভিন বলেন, ‘অবশ্যই একজন শিল্পী হিসেবে আমার স্বপ্ন আছে চলচ্চিত্রে অভিনয় করার। যেদিন ব্যাটে বলে সব মিলে যাবে সেদিনই কাজ করব।’ ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তাসনোভা এলভিন এরই মধ্যে সজলের বিপরীতে তপু খানের নির্দেশনায় ‘রাতের গাড়ি’ নাটকের কাজ শেষ করেছেন। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তাসনোভা এলভিনের প্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান, মোশাররফ করিম ও জয়া আহসান।


আরো সংবাদ



premium cement
রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেয়ার প্রস্তুতি চলছে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

সকল