০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাপসের হাতে নৌকা, ইশরাক পেলেন ধানের শীষ

- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ শুক্রবার। নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। প্রতীক পাওয়ায় আজ থেকেই তারা নির্বাচনী প্রচারণা করতে পারবেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে স্থাপিত ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। এসময় ধানের শীষ প্রতীক বুঝে নেন প্রকৌশলী ইশরাক হোসেন। আর আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রতীক নেন ব্যারিস্টার আলী আসিফ খান।

তাপস-ইশরাক ছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো: আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো: আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তাছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮২ জন প্রার্থীসহ মোট ৪২৪ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা বলেন আবদুল বাতেন, এখন থেকে সকল প্রার্থীরা নিয়ম মেনে প্রচার-প্রচারণা করতে পারবেন। মাইকে প্রচার করা যাবে, তবে দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে তা শেষ করতে হবে। প্রচারণার সময় কোনো প্রার্থী বা প্রার্থী পক্ষের লোকজন যেন কোনো মানুষকে উত্যক্ত না করে। প্রচারণার নামে মানুষকে বিরক্ত করা যাবে না। বিশেষ করে ধর্মীয় অবমাননা করা যাবে না।


আরো সংবাদ



premium cement
সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের প্রতি চীনা প্রেসিডেন্টের আহ্বান কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত শরীয়তপুরে আগুনে পুড়ে ১৫ ব্যবসাপ্রতিষ্ঠান ছাই, ৩ কোটি টাকার ক্ষতি ‘শামীম ওসমানের মতো গডফাদারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজনীতি করেছি‘ বিপ্লব উদ্যানের বাণিজ্যিক স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০, আহত ৫৩ ফেনীতে ডিসি শাহীনার অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় পৌর আ’লীগের সভাপতি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালির রুট প্রকাশ বিএনপির অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে এবার ইসরাইলে হামলা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হিজবুল্লাহ

সকল