ঢাকা-৫ আসনের ৫ কেন্দ্রে ধানের শীষের ডামি এজেন্ট
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১২, আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:২৪
ঢাকা-৫ আসনের পাঁচটি কেন্দ্রে ধানের শীষের ডামি এজেন্ট দেখা গেছে। কেন্দ্রগুলো পরিদর্শনে দেখা গেছে, সেখানে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। নৌকা ও হাত পাখার প্রার্থীদের এজেন্টরা বেশ সক্রিয় দেখা গেছে। পাশাপাশি ধানের শীষের এজেন্টও ছিল তবে এরা সকলেই নৌকার প্রার্থীর লোক।
নিউ ভিশন স্কুল এন্ড কলেজে ৩ নম্বর বুথে ধানের শীষের প্রতীক নিয়ে বসে আছেন একজন। তিনি অন্যদের সাথে সক্রিয় ছিলেন। তার নাম ও পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে নামটাই বলতে চাননি। বোঝা গেল তিনি কোনো সাংবাদিকের প্রশ্ন আশা করেননি। পরে বেশ কিছুক্ষণ পর আমতা আমতা করে নামটা বললেন এবং জানালেন যে তিনি ধানের শীষের এজেন্ট। কিন্তু তাকে দেখা গেল তিনি নৌকার এজেন্টের সাথে হৃদ্যতাপূর্ণ সখ্যতা, কথা-বার্তা হচ্ছিল অনেক দিনের পুরনো বন্ধুর মতো।
একই অবস্থা ঢাকা-৫ আসনের ধনিয়া স্কুল অ্যান্ড কলেজ নতুন ও পুরাতন শাখায়, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজে, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা