বগুড়ার ৭টি আসনের ৫টির কেন্দ্র দখল
- বগুড়া অফিস
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫০, আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০০
বগুড়ায় সাতটি আসনের মধ্যে পাঁচটিতেই কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে প্রকাশ্যে সিল মারা এবং ধানের শীষের এজেন্ট বের করে দেয়ার খবর পাওয়া গেছে।
অভিযোগ পাওয়া গেছে, বগুড়া-১, বগুড়া-২, বগুড়া-৫ আসনের প্রায় সবকটি কেন্দ্রে ঢুকে মহাজোটের কর্মীরা নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে নেয়। এ ছাড়া সকালে এসব আসনের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয় তারা।
বগুড়া-৩ আসনের আদমদিঘি ও উপজেলার প্রায় সব কেন্দ্রে ঢুকে মহাজোটের কর্মীরা লাঙ্গল মার্কায় সিল মারে। এ ছাড়া কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়।
বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার সব কটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মেনে নেয়া হয়। কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকৈড় মাদরাসা ও কল্যানপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে করে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মেনে নেয়। এ সময় প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করা হয় ভোটারদের। সেখান থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়।
তবে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে কিছু কেন্দ্র ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা