২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গুলশানের আসন থেকে সরে গেলেন এরশাদ

গুলশানের আসন থেকে সরে গেলেন এরশাদ - সংগৃহীত

গুঞ্জনটা বেশ কিছুদিন আগেই বের হয়েছিল। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করে সেটার সত্যতা স্বীকার করে আনুষ্ঠানিক ভাবে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস) আসন থেকে সরে দাঁড়ালেরন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার পরপরই রাজনৈতিক মহলে আলোচনা চলছিলো- এই আসনটি ছেড়ে দিচ্ছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জেলা রংপুরের সদর ও শহরের আসনের (রংপুর-৩) পাশাপাশি ঢাকার গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস (ঢাকা-১৭) আসনেও প্রার্থী হন এরশাদ।

রংপুর-৩ মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকা-১৭ আসনে এরশাদের বিপরীতে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাও।

জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য বাংলানিউজকে বলেন, এরশাদের ঢাকা-১৭ ও রওশন এরশাদের ময়মনসিংহ-৭ ছাড়াও কয়েকটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করে সরে আসার ব্যাপারে পার্টিতে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর ময়মনসিংহ-৭ থেকে আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে সরে গেছেন রওশন।

চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়ে এরশাদও বৃহস্পতিবার বিকেলের সংবাদ সম্মেলনে ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন পার্টির ওই নেতা।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল