১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

প্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

-

প্রাথমিক সমাপনীর ২০১৯ সালের পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে দেয়া হবে সাধারণ কোটায়।

আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেয়া হবে। এবার মোট ৮ হাজার ২৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটিতে ৬ জন করে (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) মোট ৪৮ হাজার ১৪৪টি সাধারণ বৃত্তি দেয়া হবে। আর অবশিষ্ট ১ হাজার ৩৫৬টি বৃত্তি থেকে প্রতি উপজেলায় আরো ২টি করে (একজন ছাত্র, একজন ছাত্রী) ৫১১টি উপজেলায় ১ হাজার ২২টি সাধারণ বৃত্তি দেয়া হবে। অবশিষ্ট ৩৩৪টি বৃত্তি থেকে প্রতিটি জেলায় আরো চারটি (দুইজন ছাত্র, দুইজন ছাত্রী) করে ৬৪ জেলার ২৫৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৫০ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।


আরো সংবাদ



premium cement
গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা পোরশায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত প্লট গ্রহণে অনিয়ম : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা স্ত্রীসহ সাবেক এমপি জিন্নার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ নীলফামারীতে তালার আঘাতে স্ত্রীর মৃত্যু দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না : সংস্কার কমিশন প্রধান কোইকা’র অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন নির্বাচন আয়োজনে ইসিকে সহযোগিতায় ইউএনডিপির মূল্যায়ন শুরু এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ১৬ সম্পত্তি জব্দ

সকল