২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বিকালে জাবি‌ শিক্ষার্থীদের বি‌ক্ষোভ, মহ‌াসড়কে পট‌চিত্র প্রদর্শনী

-

ভিসির অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর ‌বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে শনিবারও। বিকাল চারটায় ‌বিশ্ববিদ্যাল‌য় ক্যাম্পাসে ভি‌সি ফারজানা ইসলামের অপসারণ দা‌বি‌তে বি‌ক্ষোভ কর‌বে আন্দোলনকারীরা।

‌বি‌ক্ষোভ‌টি জা‌বির বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ঢাকা-আ‌রিচা মহ‌াসড়‌কে অবস্থান কর‌বে। এরপর শুক্রবার তৈরি করা ‘ভিসির দুর্নী‌তির পট‌চিত্রটি মহাসড়‌কে প্রদর্শন করা হবে।

গতকাল রাত বা‌রোটায় আন্দোলনকারী চার শিক্ষক প্রতিনিধ ভি‌সি ফারজানা ইসলা‌মের দু‌র্নী‌তির তথ্য উপাত্ত শিক্ষামন্ত্রীর একান্ত স‌চিব ডক্টর আলী‌ম খা‌নের কা‌ছে হস্তান্তর ক‌রে। সেখা‌নে ছয় পাতার অভিযোগ পত্র ও সাথে প্রায় ৭০ পাতার নথি সংযুক্ত করা হয়েছে।'


আরো সংবাদ



premium cement