০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইবিতে পূজার ছুটি ৪ দিন, হল বন্ধ ৮ দিন; শিক্ষার্থীদের ক্ষোভ

- সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চার দিনের ছুটি থাকবে। তবে পূজার ছুটি চারদিন হলে শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ থাকবে ৮ দিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রতিটি আবাসিক হলে নোটিশ দিয়ে শিক্ষর্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। এদিকে সামান্য ছুটিতে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ।

জানা যায়, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৬ থেকে ৯ অক্টোবর মোট ৪ দিন ছুটি ছিল বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারে। সোমবার এক নির্বাহী আদেশের মাধ্যমে ৫ অক্টোবর ১ দিনের ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালযের ভিসি। ছুটির আগে-পরে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৩ থেকে ১০ অক্টোবর আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, ‘আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ‘সুবিধার কথা’ চিন্তা করে আমরা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জি কে সাদিক বলেন, ‘এত অল্প ছুটিতে হল বন্ধের ঘোষণা দেয়া অযৌক্তিক। কারণ এত অল্প ছুটিতে বাড়িতে আসা-যাওয়াতে দূরের শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়বে। এছাড়া অনেক বিভাগের পরীক্ষা চলছে। এ অবস্থায় বাড়িতে চলে গেলে পড়াশোনারও অনেক ক্ষতি হবে। তাই এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’


আরো সংবাদ



premium cement