১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাদরাসা বোর্ডের অধীনে ইবতেদায়ির সমাপনী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি

মাদরাসা বোর্ডের অধীনে ইবতেদায়ির সমাপনী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি - ছবি : নয়া দিগন্ত

পঞ্চম শ্রেণীর সমমানের মাদরাসা শিক্ষার্থীদের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী বছর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে না। এ ব্যাপারে তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। প্রাথমিকের সচিব আকরাম আল হোসেন গতকাল নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকের পক্ষ থেকে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাদরাসা বোর্ড ইবতেদায়ি পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদফতরের সাথে সমন্বয় করেছে।

আগামীতে তাদের অধীনেই এ পরীক্ষা হতে পারে। এ ব্যাপারে মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, মন্ত্রণালয় আদেশ দিলে পরীক্ষার আয়োজনে কোনো সমস্যা হবে না। তবে তিনি বলেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশনা বা আদেশ দেয়া হয়নি। তিনি বলেন, যেকোনো পাবলিক পরীক্ষা বা বড় পরীক্ষা আয়োজনের ব্যাপারে বোর্ডগুলোর বিশেষ দক্ষতা রয়েছে। ফলে এ নিয়ে কোনো শঙ্কা বা দুশ্চিন্তার কিছু নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পেয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং মাদরাসা বোর্ডকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে চিঠি দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) ও মাদরাসা বোর্ড সূত্রে জানা গেছে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ২০১০ সাল হতে চালু হয়। ২০১১ সাল থেকে ইবতেদায়ি পরীক্ষার গ্রেডিং পদ্ধতিতে ফল ও পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। এ পরীক্ষাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) আয়োজন করে থাকে। পাশাপাশি ফলাফলের ভিত্তিতে সারা দেশে ইবতেদায়ির খুদে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে মাদরাসা বোর্ড। পরীক্ষার আয়োজন ছাড়া ডিপিইর কোনো ভূমিকাই নেই। ইবতেদায়িতে প্রতি বছর তিন লক্ষাধিক শিশু পরীক্ষায় অংশ নিয়ে থাকে। এ শিশুদের পরীক্ষার আয়োজনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয তাদের জন্য বাড়তি চাপ বলে মনে করছে। কারণ পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনীতে প্রতি বছর শিক্ষার্থী বাড়ছে। গত বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৬ হাজার ১২৩ জন। এর মধ্যে প্রাথমিকে ২৭ লাখ ৭৬ হাজার ৮৫৮ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৯ হাজার ৪৭৩ জন ছিল। দেশের যেকোনো পাবলিক পরীক্ষায় এত বিপুল পরিমাণে শিক্ষার্থী নেই। এ পরীক্ষা অনুষ্ঠানে প্রাথমিকের কোনো বোর্ড নেই। ডিপিইর অধীনে এটি পরিচালিত হয়ে আসছে।

সূত্র জানায়, ইবতেদায়ি সমাপনী পরীক্ষা মাদরাসা শিক্ষা বোর্ড সমন্বয় করে থাকে। এ বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। তাই তাদের অধীনে পরীক্ষার আয়োজন করা যেতে পারে। সারা দেশে প্রায় ১০ হাজার বেসরকারি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। তাদের পাঠ্যক্রম নিয়ন্ত্রণ ও মনিটরিং করছে মাদারাসা বোর্ড।


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল