২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একাদশে ভর্তি ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত আজ

একাদশে ভর্তি ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত আজ - ছবি : নয়া দিগন্ত

একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে ১ জুলাই। কিন্তু ভর্তি হয়নি বা পছন্দের কলেজ পায়নি, এমন শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আজ। আজ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের একটি বৈঠক ডাকা হয়েছে ঢাকা বোর্ড চেয়ারম্যানের অফিসে। এ বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, ভর্তি হতে পারেনি, এমন শিক্ষার্থীদের আমরা আবারো সুযোগ দেবো। এ ব্যাপারে আজ রোববার বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে।


ভর্তি হয়নি- এমন শিক্ষার্থীদের ভর্তির জন্য এ দফায় অনলাইনে আবেদন করতে হবে কি না জানতে চাইলে ঢাকা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, আর অনলাইনে আবেদন নেয়া হবে না। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা কলেজগুলোর কোনটিতে কত আসন আছে, তা জানতে চাওয়া হয়েছে। আজ বৈঠকে সে প্রতিবেদন পাওয়া গেলেই বোঝা যাবে কী করা হবে। তিনি ধারণা দিয়ে বলেন, হয়তোবা উন্মুক্ত পদ্ধতিতে ভর্তি সম্পন্ন করা হবে। এ ব্যাপারে বৈঠকেই সিদ্ধান্ত হবে। 
চলতি বছর ৬ এপ্রিল প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে গত ৩০ জুন পর্যন্ত সারা দেশে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি হয়নি বা হতে পারেনি। ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করেছে ১২ লাখ ৫৬ হাজার ৩২৬ জন শিক্ষার্থী। ফলে ৪ লাখ ৯২ হাজার ৮৩৯ জন উত্তীর্ণ শিক্ষার্থী এখনো ভর্তির আবেদনই করেনি। 

অনলাইনে ভর্তি কার্যক্রমের তথ্য-উপাত্ত থেকে জানা যায়, একাদশে ভর্তির জন্য অনলাইনে সারা দেশে তিন ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হলেও এখনো চার লাখ ৯৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। ঢাকা বোর্ডের কলেজগুলোতেই আসন ফাঁকা রয়েছে দুই লাখের বেশি। অন্যান্য বোর্ডের প্রতিটিতে আসন খালি রয়েছে। জানা গেছে, ভর্তির জন্য কলেজ পেয়েও অনেকে ভর্তি হয়নি। শিক্ষা বোর্ড সূত্রে বলা হয়েছে, ভর্তি না হওয়া শিক্ষার্থীদের অনেকে ভর্তির জন্য আবেদন করে কলেজ পেয়েও ভর্তি নিশ্চিত করেনি। অন্য দিকে অনেকে আবার ভর্তির জন্য আবেদনই করেনি। 
কেন ভর্তি হয়নি বা আবেদন করেনি জানতে চাইলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ নয়া দিগন্তকে বলেন, একাদশ শ্রেণীতে ভর্তির তিন ধাপে অনলাইন আবেদন ও ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি প্রক্রিয়াকেও আগের চেয়ে সহজ করা হয়েছে। তার পরও অনেক শিক্ষার্থী ভর্তির বাইরে রয়ে গেছে, সেটি ভাবনার বিষয়। 

কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন বলেন, ক্লাস শুরু হলেও রাজধানীসহ প্রায় সব কলেজেই আসন খালি রয়েছে। কলেজগুলোতে শূন্য আসনের পরিসংখ্যান দেখেই ভর্তি উন্মুক্ত করা হতে পারে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আসন খালি পেলে যেকোনো কলেজে ভর্তির জন্য কলেজে গিয়েই সরাসরি ভর্তির সুযোগ পাবে। তিনি বলেন, রোববারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হলেই, তা জানিয়ে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement