০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবির ম‌তো অন্যান্য বিশ্ব‌বিদ্যালয়গু‌লো‌তেও ছাত্র সংসদ নির্বাচন হ‌বে: শিক্ষামন্ত্রী

- ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলা‌দেশ ছাত্রলীগ আ‌য়ো‌জিত ‘প্রসঙ্গ উচ্চশিক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্ত‌ব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব‌লেন, ঢাবির ম‌তো অন্যান্য বিশ্ব‌বিদ্যালয়গু‌লো‌তেও ছাত্র সংসদ নির্বাচন হ‌বে।

‌শুক্রবার বি‌কে‌লে ঢা‌বির টিএস‌সি মিলনায়ত‌নে বাংলা‌দেশ ছাত্রলীগ আ‌য়ো‌জিত এ আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ব‌লেন, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ম‌তো অন্যান্য বিশ্ব‌বিদ্যালয়গু‌লো‌তেও ছাত্র সংসদ নির্বাচ‌নের বিষ‌য়ে আলোচনা হচ্ছে।

মন্ত্রী ব‌লেন, শিক্ষার্থীদের নুন্যতম দা‌বি দাওয়া ও সুযোগ সুবিধার জন্য কেন আন্দোলন পর্যন্ত যেতে হবে। বু‌য়ে‌টে শিক্ষার্থীদের আ‌ন্দোল‌নে আ‌মি গি‌য়ে‌ছিলাম। তা‌দের দা‌বি যৌ‌ক্তিক। বিশ্ব‌বিদ্যালগু‌লো‌তে শিক্ষকরা আ‌ছেন। তারা শিক্ষার্থীদের অ‌ভিভাবক। মা-বাবা রে‌খে তা‌দের কা‌ছেই এ‌সে‌ছেন। শিক্ষকরা তা‌দের দা‌বি না শুন‌লে তা‌দের কা‌ছে বলার সু‌যোগ না থাক‌লে কোথায় যা‌বেন। শিক্ষার্থীদের কথাগু‌লো শিক্ষক‌দের মাধ্য‌মেই মিমাংসার দরকার ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কথা বলার একটি স্থান হয়েছে। ডাকসুর মাধ্য‌মে তা‌দের সেই প্লাটফর্ম তৈ‌রি হ‌য়ে‌ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা ছাত্র সংসদ নির্বাচনের আ‌লোচনা কর‌ছি।

ঢা‌বির লাই‌ব্রেরী‌তে আসন সংক‌টের বিষ‌য়ে শিক্ষার্থীদের এক প্র‌শ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, এবার বা‌জেট হ‌য়ে গে‌ছে। আগামী বা‌জে‌টে লাই‌ব্রেরীর আধু‌নিকায়‌নে স‌র্ব্বোচ্চ অগ্রাধিকার দেয়া হ‌বে।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, এখন যে প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেয়া হয় তা যথার্থ নয়। আগামীতে শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটি কমিশন গঠন করা যেতে পারে। এ বিষয়ে আলোচনা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপ‌তি সন‌জিত চন্দ্র দাশের সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মিজানুর রহমান, ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মুখ্য বক্তা ছিলেন, অধ্যাপক সাদেকা হালিম ডীন সামাজিক বিজ্ঞান অনুষদ। আলোচক ছি‌লেন, রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ ও গোলাম রব্বানী সাধারণ সম্পাদক-বাংলাদেশ ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রলীগের দুজন প্রতিনিধি।


আরো সংবাদ



premium cement