১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`
সাংবাদিক মাহফুজ উল্লাহর ইন্তেকাল

রাবি সাদা দল ও জাতীয়তাবাদী লেখক ফোরামের শোক

রাবি সাদা দল ও জাতীয়তাবাদী লেখক ফোরামের শোক। (ইনসেটে) সাংবাদিক মাহফুজ উল্লাহ - সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও কলামিস্ট মাহফুজ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)। শনিবার সন্ধ্যায় রাবি সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

এদিকে একইসঙ্গে রাজশাহী জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিবৃতিতেও গভীর শোক প্রকাশ করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের কথা উল্লেখ করে উভয় বিবৃতিতে বলা হয়, মাহফুজ উল্লাহর ইন্তেকালে জাতি একজন অকুতোভয় দিক নির্দেশককে হারালো। যিনি অসাধারণ বিশ্লেষণধর্মী আলোচনা ও রচনার মাধ্যমে আমৃত্যু এ জাতিকে সঠিক নির্দেশনা দিয়ে গেছেন।
এদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে তাঁর নাম লেখা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকে যিনি খুব কাছে থেকে নানা ঘটনা প্রবাহ দেখা ও জানার বিরল সুযোগ লাভ করেছিলেন। ফলে তার রচনা হয়ে উঠত দূর্লভ তথ্যে পরিপূর্ণ। এই কিংবদন্তীতুল্য মনীষার মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। জাতি এক মেধাবী সন্তানকে হারালো।

রাবি সাদা দলের শোক বিবৃতিতে স্বাক্ষরকারীরা হচ্ছেন- অধ্যাপক ড. সি. এম. মোস্তফা, অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মোঃ শামসুল আলম সরকার, অধ্যাপক ড. ময়েজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসেন, অধ্যাপক ড. এ. বি. এম. শাহজাহান, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম ফারুকী, অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, অধ্যাপক ড. ফজলুর রহমান, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা এছামী, অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম প্রমূখ।


আরো সংবাদ



premium cement