ব্যাগপ্যাকার্সে বিকাশ পেমেন্টে অর্ধেক দামে ব্যাগ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪
বছরের প্রথম দিনে অর্ধেক দামে ব্যাগ কেনার সুযোগ দিচ্ছে ব্যাগ প্রস্ততকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)। শুধুমাত্র বিকাশ থেকে পেমেন্ট করে অনলাইন ও শোরুম থেকে ক্রেতারা সবধরনের ব্যাগে এই অফারটি নিতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অফারটি সম্পর্কে ব্যাগ প্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু বলেন, ক্রেতা সন্তুষ্টিই আমাদের প্রধান লক্ষ্য। ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে গত বছরের মতো এবারও আমাদের এই বিশেষ আয়োজন।
তিনি আরো বলেন, আসছে বছর আবার হবে স্লোগানের আলোকে এই অফারে নিশ্চিত ৫০ শতাংশ ছাড় মিলবে শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য। গত বছর ব্যপক সাড়া জাগানোর পর এবার আরো বর্ণিল আয়োজনে সেজেছি আমরা। আমাদের সব শোরুমে ও অনলাইনে অফারটি পাওয়া যাবে। বিস্তারিত : ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯১১৭২১১২১ ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি