ভারতের সাথে হারের প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুলাই ২০১৯, ১০:১৪, আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১০:২৯
মঙ্গলবার ভারতের সাথে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার দৌড় থামিয়ে দিয়েছে মাশরাফি বাহিনী। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এই হারের মাঝেও পজেটিভ দিক খোঁজে পেয়েছেন সাকিব আল হাসান।
এ প্রসঙ্গে সাকিব বলেন,‘এটা অবশ্যই হতাশার, ম্যাচটিতে আমরা জিততে পারিনি। তবে এর মধ্যেও কিছু পজেটিভ দিক আছে যা হয়তো এখন বলে লাভ নেই। অবশ্য এবারের বিশ্বকাপে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। কিন্তু আরো ভালো করার সুযোগ ছিল।’
ভারতের কাছে ম্যাচে হার নিয়ে সাকিব বলেন, ‘এমন উইকেটে ৩০০ রানের বেশি চেজ করে জেতা খুবই কঠিন। ২৮০ রান হলে জেতা সহজ হতো। তবে শুরুর দিকে আমাদের বোলিং ভালো হয়নি, ফিল্ডিংও ভালো করতে পারিনি।’
রোহিত শর্মার ক্যাচ মিস নিয়ে সাকিব বলেন, ‘রোহিত শর্মার মতো বড় মাপের খেলোয়াড় একটা সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। তবে অনেক সময় এমন ক্যাচ মিস হয়ে থাকে।’
পুরো বিশ্বকাপে দারুণ খেলা এই বাংলাদেশি শেষ ম্যাচ নিয়ে বলেন, ‘চেষ্টা থাকবে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে। দলের জন্য অবদান রাখতে চাই।’
এজবাস্টনে ভারতের কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের করা ৩১৪ রানের জবাবে লাল-সবুজের দলের ইনিংস থেমে যায় ২৮৬ রানে। এই ম্যাচে সাকিব ৬৬ রান করেন এবং এক উইকেট নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা