সারাদেশে নৌ চলাচল শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০১৯, ১১:২১
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কেটে যাওয়ার পর সোমবার সকাল থেকে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ঢাকার সদরঘাট থেকে নির্ধারিত রুটের সকল লঞ্চ ছেড়ে গেছে। সন্ধ্যায় বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন দূরবর্তী রুটের লঞ্চগুলোও ছাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির জানিয়েছেন, সোমবার সকাল থেকে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকালে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে।
তিনি বলেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাস তথ্য যাচাই-বাছাই করে লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত নিয়েছি।’
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় তিন দিন বন্ধ ছিলো নৌচলাচল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা