২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

কারাগারে অনিকের সাথে বন্ধুর ৮ মিনিটের সাক্ষাৎ

-

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় আদালতে স্বীকারোক্তি দেয়া অনিক সরকারের সাথে তার বন্ধু এবং নিকটাত্মীয় সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার দুপুরে সাধারণ দর্শনার্থীদের কক্ষে নজরদারির মধ্যে তাদের মধ্যে কয়েক মিনিটের সাক্ষাৎ হয়।

কারাগার সূত্রে জানা গেছে, বেলা ১২টা ২০ মিনিটে আবরার ফাহাদের হত্যাকারীদের অন্যতম বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারের সাথে কারাগারের প্রধান গেট সংলগ্ন সাধারণ দর্শনার্থীদের কক্ষের দ্বিতীয় তলায় সাক্ষাৎ করতে যান তার বন্ধু অবন্য শ্রাবন ও চাচাতো ভাই হারুনুর রশীদ। লোহার শিকের ফাঁক দিয়ে তাদের মধ্যে ৮ মিনিট আলাপ হয়। এরপরই ১২টা ২৮ মিনিটে তারা বেরিয়ে যান। পারিবারিক আলাপ ছাড়াও কারাগারে প্রবেশের সময় তাকে কিছু ‘কয়েদিদের’ আচমকা মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টিও অল্প সময়ের সাক্ষাতে আলাপ হয়।

তবে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একজন কর্মকর্তা নয়া দিগন্তকে জানান, কারাগারে অনিকের ওপর হামলা হওয়ার যে তথ্য প্রচারিত হয়েছে তার কোনো ভিত্তি নেই। কারণ কারাগারের ভেতরে কোনো কয়েদি বা বন্দী এমন ঘটনা ঘটানোর সাহসই পাবে না। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। হতে পারে অনিক যখন কারাগারে প্রবেশ করে আমদানি সেলের দিকে যাচ্ছিল তখন তাকে দেখে ক্ষুব্ধ বন্দীরা ছি ছি অথবা খারাপ কোনো মন্তব্য করতে পারে। কিন্তু হাত তোলার প্রশ্নই উঠে না? এক প্রশ্নের উত্তরে ওই সূত্রটি জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর অনিক কারাগারে আসার পর তাকে বকুল সেলে (টাওয়ার) নিয়ে যাওয়া হয়। সাধারণ বন্দীরা যে খাবার খাচ্ছে তাকেও সেই খাবার দেয়া হচ্ছে। অনিকের সাথে বন্ধু ও চাচাতো ভাইয়ের সাক্ষাতের সময় কী কী আলাপ হয়েছে- জানতে চাইলে এক কর্মকর্তা শুধু বলেন, ৮ মিনিটের সাক্ষাতে তাদের মধ্যে তেমন কোনো কথা হয়নি।

তবে অনিকের ওপর কারাগারে ঢোকার সময় কয়েদিদের হামলার প্রসঙ্গে বন্ধু অবন্য অনিকের কাছে জানতে চেয়ে বলেছে, ‘কারাগারে ঢোকার সময় তোর ওপর কি কয়েদিরা হামলা করেছিল’। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য মাধ্যমে বাইরে প্রচার হয়েছে। তখন অনিক এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়।


আরো সংবাদ



premium cement
পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার এবার বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই : হেফাজত মহাসচিব লালমনিরহাটে আ’লীগ নেতার অবৈধ সম্পদ জব্দের নির্দেশ পাংশায় ২ স্ত্রীর কলহে স্বামীর আত্মহত্যা ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ অভিষিক্ত হলেন সেনাপ্রধান ভালো শুরুর পরেও অল্পতে আটকা সিলেট গৌরবের নেতৃত্বে অগৌরব প্রত্যাশিত নয় সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম দমন বগুড়ায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো জনতা

সকল