২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ছিল না : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ছিল না : যুক্তরাষ্ট্র - সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ছিল না উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পালাডিনো বলেছেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও বিরোধীদের সাথে কাজ করে যেতে চায় যুক্তরাষ্ট্র।

গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র এ অভিমত ব্যক্ত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী দলগুলো এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে গণতন্ত্র ও নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কি না?

জবাবে মুখপাত্র বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন যে সুষ্ঠু ও অবাধ ছিল না তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নির্বাচনে জোর করে ব্যালট বক্স ভর্তি, বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখার রেকর্ড বাংলাদেশের রয়েছে। এই ইস্যুগুলো পারষ্পরিক সাংঘর্ষিক নয়, বরং তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাই অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে ক্ষমতাসীন দল ও বিরোধীদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করে যেতে চায়।


আরো সংবাদ



premium cement
মন্দা পুঁজিবাজার, লোকসান বাড়ছে বিনিয়োগকারীদের ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ মাগুরার মহম্মদপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর চট্টগ্রাম বন্দরের স্থাপনা ব্যক্তিমালিকানায় দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম উদ্বোধন করল ইস্টার্ন ব্যাংক সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ মেঘনা ব্যাংকের ‘হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪’ আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের নয়া পরিচালক ছালাম খান

সকল