সিরাজগঞ্জের অদ্ভুদ আকৃতির শিশুর জন্ম
- ০১ মার্চ ২০২০, ১৭:৪২, আপডেট: ০১ মার্চ ২০২০, ১৮:৪৩
সিরাজগঞ্জের এনায়েতপুরে অদ্ভুদ আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির মাথায় খুলি নেই, চোখ ও জিহ্বা বাহিরে। রোববার দুপুর ১২টার দিকে জন্ম নেয়ার পর কাপড়ের হাট আড়ৎ সংলগ্ন এক খুপড়ি ঘরে শিশুটিকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের ভ্যান শ্রমিক রানা আহম্মেদ ও শাহানাজ দম্পতির বিয়ের বিয়ের দেড় বছর পর সন্তান পেটে আসে। পরিবারে অনেক স্বপ্ন ছিল, সন্তান হবার পর বাড়িতে বইবে আনন্দের বন্যা। রোববার দুপুর ১২টার দিকে নরমাল ডেলিভারিতে শিশুটির জন্ম হয়। মাথা, চোখ, জিহ্বার গঠন স্বাভাবিক না হয়ে অদ্ভুদ আকৃত্রির শিশুটি জন্ম নেয়ায় পরিবারে আনন্দের বদলে চরম হতাশা বিরাজ করছে। তবে মাথা, চোখ ও জিহ্বা ছাড়া অন্যান্য অংশ প্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি বেঁচে আছে। রানা-শাহানাজ দম্পতি জন্ম নেয়া ওই সন্তানের নাম রাখা হয়েছে ইয়াছিন হোসেন।
প্রতিবেশী ইকবাল হোসেন জানান, মাথার খুলি নেই, চোখ ও জিহ্বা বাহিরে বের হওয়া এমন আকৃত্রির শিশু আগে কোন দিন দেখিনি। কি কারণে এমন শিশুর জন্ম হল আল্লাহ ভাল জানেন। তবে হতদরিদ্র বাবা মা শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছে।
এ বিষয়ে শিশুটির বাবা ভ্যান শ্রমিক রানা আহম্মেদ সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি। তবে কান্না জড়িত কন্ঠে ‘আল্লাহ তুমি কি করলা, এখন কি করবো, আমার এখন উপায় কি’ বলে নির্বাক দৃষ্টিতে শিশুটির দিকে চেয়ে আছে।
এ বিষয়ে স্থানীয় ড্যাফোডিল ক্লিনিকের চেয়ারম্যান ডা. লুৎফর রহমান জানান, ম্যালফরমেশন শিশু সাধারণত বিভিন্ন ঔষুধের প্রতিক্রিয়া, জন্মগত ক্রটিগত কারণে জন্ম হতে পারে। এ ছাড়া পারিবারে যদি এর আগে এরকম শিশুর জন্ম হয়ে থাকে তাহলেও এসব আকৃত্রির শিশু জন্ম হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা