০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

কচুরিপানা সরাতেই বেরিয়ে এলো লাশ

-

মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে বৈলট গ্রামের এক ডোবার কচুরিপানার স্তুপের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় জানা যায়নি।

ঘিওর থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বৈলট এলাকায় যায়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

তিনি অরো জানান, নিহতের গলিত লাশ দেখে প্রাথমিকভাবে চিহিৃত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই নারীকে হত্যা করে নির্জন স্থানে ফেলে গেছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement