২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাশুড়ি হত্যার দুই পুত্রবধূ জেল হাজতে

শাশুড়ি হত্যার দুই পুত্রবধূ জেল হাজতে - প্রতীকী

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যার ঘটনায় নিহতের দুই পুত্রবধূকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার বিকালের দিকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মরহুম তোজাজ্জেল হকের স্ত্রী ও সাবেক স্বাস্থ্য সহকারী কর্মকর্তা রাশিদা খানমকে (৬৫) মঙ্গলবার সকালে নিজ বাসভবনে গলাকেটে হত্যা করা হয়। দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।পরে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান লিয়নের স্ত্রী পিংকি (২৮) ও ছোট ছেলে নিশাদের স্ত্রী তুলিকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান পলাতক রয়েছেন।


আরো সংবাদ



premium cement