কিশোরগঞ্জে উচ্ছেদ অভিযানে ভবন চাপায় যুবক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২
কিশোরগঞ্জের বাজিতপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযানকালে গুঁড়িয়ে দেয়া ভবনের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার দুপুরে উপজেলার সরারচর রেলস্টেশন সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয়া হয়। নিহত নিমাই চন্দ্র বণিক (২৫) উত্তর সরারচর গ্রামের সুনীল চন্দ্র বণিকের ছেলে।
আহতরা হলেন কামালপুর গ্রামের রথীন্দ্র সাহার ছেলে অন্তর সাহা (১৮), উত্তর সরারচর গ্রামের আজগর আলীর ছেলে রুবেল মিয়া (২৪), ডুলিরচর গ্রামের জামাল মিয়ার ছেলে কামাল মিয়া (৩৭) ও একই গ্রামের সাইদুর রহমানের ছেলে সিয়াম আল সাদী (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে সরারচর রেলওয়ে কলোনি ও সরারচর বাজারে রেলের জমি উদ্ধারে অভিযান শুরু করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সরারচর মার্কেট গুঁড়িয়ে দেয়ার সময় একটি ভবনের নিচে চাপা পড়ে পাঁচজন আহত হন।
বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিমাইকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা