নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৫, আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কীরণ মিয়া (৪৫)। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ দু'জন মারা গেলেন।
সোমবারের ওই ঘটনায় একই পরিবারের আটজন দগ্ধ হন। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কীরণের মা নুরজাহান বেগম (৬০)।
এদিকে কীরণের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে পুরো বাসায় আগুন ধরে যায়। তাতে পরিবারের আটজন দগ্ধ হন। আশপাশের লোকজন এসে প্রথমে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরো দু'জনকে বের করে আনেন। সবাইকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।