২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

থানা থেকে আসামি ছিনিয়ে নিতে গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আটক

আটককৃত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির - নয়া দিগন্ত

নারয়াণগঞ্জের ফতুল্লা মডেল থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর ও খারাপ আচরণ করার অভিযোগে এক মহিলা ভাইস চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ফাতেমা মনির। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় সময় ফতুল্লা মডেল থানায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত এক আসামিকে জোরপূর্বক ছাড়িয়ে নিতে গিয়ে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর ও খারাপ আচরণ করায় মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটককৃত ফাতেমা মনির নানা সময়ে বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে ব্যাপক ভাবেই সমালোচনার জন্ম দেন বলেও জানান তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে এক আসামিকে ছাড়িয়ে নিতে ফতুল্লা মডেল থানায় যান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। একপর্যায়ে থানা হাজতের দায়িত্বে থাকা কনস্টেবলের নিকট থেকে লকারের চাবি কেড়ে নিয়ে হাজতের তালা খোলার চেষ্টা করেন তিনি। এসময় অন্য কনস্টেবলরা বাধা দেয়ার চেষ্টা করলে তাদের মারধর করেন অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যান। খবর পেয়ে থানার ওসি এসে ফাতেমা মনিরকে আটক করেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যানের পরিবারের সদস্য পিয়ারী বেগম জানান, পুলিশ ফাতেমা মনিরকে মারধর করেছে। মোবাইল নিয়ে গেছে। তাকে আটক করে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী জাতীয় ফুটবল দলকে আওয়ামীকরন করে ধ্বংস করা হয়েছে : মেজর হাফিজ প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সকল