২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

টাঙ্গাইলে কলেজছাত্র হত্যায় প্রধান আসামির স্বীকারোক্তি

টাঙ্গাইলে কলেজছাত্র হত্যায় প্রধান আসামির স্বীকারোক্তি - ছবি: প্রতীকী

টাঙ্গাইলে কলেজছাত্র তানভীর মাহতাব ওরফে ইশরাককে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি সোহানুর রহমান ওরফে সোহানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

এর আগে গ্রেফতারকৃত আরো দুই আসামি সিহাব ও সাব্বিরকে তিনদিনের রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা হয়। পরে তিনজনকেই টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহমেদ জানান, এই মামলার প্রধান আসামি সোহানুর রহমান ওরফে সোহান সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম এই জবানবন্দী রেকর্ড করেন। পরে সোহান এবং অপর দুই আসামি সিহাব ও সাব্বিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এই মামলার প্রধান আসামি সোহানকে রোববার ভোরে বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ঘটনার পর থেকে সেখানে আত্মগোপনে ছিল। সোহান টাঙ্গাইল জেলার আশেকপুরের আলমগীর হোসেনের ছেলে। তাকে সনাক্ত করা হয় ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে।

এর আগে গত বুধবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইশরাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


আরো সংবাদ



premium cement