২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধুখালীতে ট্রলিচাপায় শিশু নিহত

- নয়া দিগন্ত

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চিনিকলের আখবোঝাই ট্রলির চাপায় সিয়াম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে মধুখালী-বেলেশ্বর আঞ্চলিক সড়কের বাঁশতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার গাজনা ইউনিয়নের শ্রীপুর গ্রামের দিনমুজুর জিন্নাত শেখের ছেলে। সে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে সিয়াম দোকানে যাচ্ছিল। এসময় রাজাপুর আখ সেন্টার থেকে আখবোঝাই একটি ট্রলির চাপায় সে গুরুতর আহত হয়। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে কানাইপুরে সে মারা যায়। এ ঘটনার পর ফরিদপুর চিনিকলের কর্মকর্তারা নিহত সিয়ামের বাড়িতে যায়।

মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, থানায় এখনো দুর্ঘটনার বিষয়ে কোনো মামলা হয়নি।


আরো সংবাদ



premium cement