২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানিকগঞ্জে নিজ বাসায় খুন হলেন গৃহবধূ

মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
নিজ বাসায়ই দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মাহমুদা আক্তার। - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাসায়ই দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মাহমুদা আক্তার (৪০) নামে এক গৃহবধূ। মাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা মেয়েকেও হত্যার হুমকি দেয় এবং তার হাত-পা বেঁধে রাখে।

বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মাহমুদা বেগম ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী জহিরুল ইসলাম জানান, ‘সকাল ৯টার দিকে আমি নিজ বাসার পাঁচতলা ভবনের ছাদে কবুতর দেখাশোনা করছিলাম। তখন আমার স্ত্রী মাহমুদা ও বড় মেয়ে জ্যোতি (২০) দ্বিতীয় তলায় ছিলো। ১০টার দিকে আমি ঘরে প্রবেশ করে মেয়ের হাত-পা বাঁধা দেখতে পাই। পরে মেয়ে জ্যোতির কাছে ঘটনা শুনি। পরে মেয়ে তাকে জানিয়েছে, চার-পাঁচজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে মাকে আঘাত করতে শুরু করে। আমি মাকে বাঁচাতে গেলে আমার হাত-পা বেঁধে মাকে পাশের একটি কক্ষে হত্যা করে চলে যায়। যাবার সময় আমার এবং মায়ের গলায় থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার স্ত্রীর লাশ উদ্ধার করে।’

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, ‘আমাদের ধারণা হত্যাকাণ্ডটি পরিকল্পিত।’

মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তদন্ত শেষে হত্যার বিষয়টি জানা যাবে।’


আরো সংবাদ



premium cement