২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবি শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি ‘নারী সংহতি’র

- সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘নারী সংহতি’। সোমবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক অপরাজিতা দেব যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে সংগঠনের তারা প্রশ্ন রেখে বলেন, ক্যান্টনমেন্টের পাশে কুর্মিটোলার মত একটি ব্যস্ত এলাকায় সন্ধ্যায় সময় এ ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে? এসব ঘটনার জন্য রাষ্ট্র ও প্রশাসনের নাগরিক নিরাপত্তার প্রতি চরম অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ি করার পাশাপাশি বিবৃতিতে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন তারা।

সারাদেশে অব্যাহতভাবে নারী-শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে চলেছে উল্লেখ করে নারী সংহতি বলছে, ‘একটা দেশে নারী-শিশুর নিরাপত্তার পরিস্থিতি দেখে ওই দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি অনুধাবন করা যায়।’

নারী সংহতির নেতারা দেশে নারী-শিশুসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয় রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানান। একইসঙ্গে ঘরে-বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠানে, পাড়া-মহল্লায়, কর্মস্থলে-ক্রীড়াঙ্গণে সর্বত্র ধর্ষণ, যৌন সহিংসতা, গণপিটুনিসহ যে কোন ধরনের সহিংতা প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে নারী সংহতি।

উল্লেখ্য, আইন ও শালিস কেন্দ্রের তথ্যমতে, ২০১৯ সালে সারা দেশে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ৪১৩ জন। ২০১৮ সালে যা ছিল ৭১৩। এক বছরেই ধর্ষণের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল