নয়া দিগন্ত অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ সন্তানকে ফিরে পেলো পরিবার
- নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)
- ২৬ নভেম্বর ২০১৯, ১৫:১০, আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ১৫:১৭
'ঘোড়াশালে অচেতন অবস্থায় মাদরাসাছাত্র উদ্ধার' শিরোনামে নয়া দিগন্ত অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ সন্তানকে ফিরে পেলো তার পরিবার। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিখোঁজ মাদরাসা ছাত্রের নাম তৌহিনুর হাসান অমি। সে ঢাকার আজমপুরে জামিয়া হালিমুন কাসিমুন নামক মাদরাসার শিক্ষার্থী। এর আগে রোববার রাতে তাকে অচেতন অবস্থায় ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশের সড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয় পুলিশ। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মা-বাবার সন্ধান চেয়ে ছবিসহ স্ট্যাটাস দেয়া হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, নয়াদিগন্তের অনলাইনে সংবাদ পেয়ে ওই মাদরাসাছাত্রের বাবা শাহনেওয়াজ ও মা পাপিয়া সারোয়ার সন্তানের খোঁজে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে আসে। পরে তাদের তথ্য যাচাই বাছাই করে সোমবার রাতেই নিখোঁজ সন্তানকে হস্তান্তর করা হয়।
মাদরাসা ছাত্রের মা-বাবা জানান, রোববার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অমি। পরে অনেক খোঁজাখুজির পর সোমবার গাজীপুরের কালীগঞ্জে আসলে সেখানে লোকজনকে ছেলের ছবি দেখালে তারা নয়াদিগন্ত অনলাইনে সংবাদ প্রকাশের বিষয়টি জানায়। পরে খবর পড়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের কাছে যান তারা।