১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পলাশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে গ্রেফতার

-

নরসিংদীর পলাশে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আকরাম হোসেন (২৪) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকরাম হোসেন ইছাখালি গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শেখ মো: নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীকে বাড়িতে রেখে বাবা-মা পাশের জমিতে কৃষি কাজ করছিলেন। সেই সুযোগে প্রতিবেশি আকরাম হোসেন ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই ছাত্রী চিৎকার শুরু করলে বখাটে আকরাম হোসেন পালিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ বখাটে আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজ বুধবার সকালে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বখাটে আকরাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।


আরো সংবাদ



premium cement