জেএসসি পরীক্ষার আগের দিন মেয়েটির বিয়ে বন্ধ করলো প্রশাসন
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০১ নভেম্বর ২০১৯, ১৯:৪৯
নাদিয়া আক্তার। বয়স ১৩। শনিবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ নিবে। এরই মধ্যে অভিভাবকরা ঠেলে দিচ্ছে বাল্যবিয়ের দিকে। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায় বিয়ে বাড়ীতে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামে। নাদিয়া ওই গ্রামের হামিদ খানের মেয়ে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের নিকট খবর আসে উপজেলার কলাগাছিয়া গ্রামে শুক্রবার একটি বাল্যবিয়ে হচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা পুলিশ পাঠাই। পুলিশ বিয়ে বাড়ীতে গিয়ে মেয়ের অভিভাবকদের ডেকে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের উপস্থিতিতে অভিভাবকরা মুচলেকা দেন এবং বিয়ে দিবে না বলে অঙ্গিকার করেন। পরে এদের ছেড়ে দেওয়া হয়। এই সময় কলাগাছিয়া গ্রামের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাদিয়ার বিয়ে নরসিংদী জেলার চৌঘরিয়া গ্রামের মোতালিবের ছেলে আল আমিনের সাথে হওয়ার কথা ছিল।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া মেয়েটি কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয় থেকে জে এসসি পরীক্ষা দিচ্ছে। তিনি প্রবেশপত্রও হাতে পেয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, পরীক্ষার একদিন আগে বিয়ের বিয়ে দেওয়া ঘটনাটি মানুষের বিবেকে নাড়া দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা