২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তরুণীকে অপহরণের পর ধর্ষণ, পিতা-পুত্র গ্রেফতার

-

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে পুলিশ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রোববার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে জানাগেছে, সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা ওই তরুণী (১৬) সেলাইয়ের কাজ করতেন। উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর দড়িপাড়া গ্রামের নুর আলমের ছেলে তৈয়ব আলী (২৫) ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তৈয়ব আলী ওই তরুণীকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগেন। গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে ইটের রাস্তার উপর ওই তরুণী গেলে তৈয়ব আলীসহ অজ্ঞাতনামা দু'জন কাপড় দিয়ে মুখ বেঁধে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন।

গত ২৪ জুলাই বালিয়াকান্দি থানায় ওই তরুণীর পিতা জিডি করেন। গত ১৭ অক্টোবর কৌশলে ওই তরুণী পালিয়ে বাড়িতে আসেন।

অভিভাবকদের কাছে তিনি জানান যে তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে। এব্যাপারে ওই তরুণীর পিতা শনিবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস রোববার সকালে অভিযান চালিয়ে বহরপুর দড়িপাড়া গ্রামের সৈয়দ আলী মাতুব্বরের ছেলে নুর আলম (৫০) ও নুর আলমের ছেলে নুরতাজকে (১৬) গ্রেফতার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ মামলার ২ আসামিকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃতকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 


আরো সংবাদ



premium cement
ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত না : ইসরাইল বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ল রাশিয়া ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা কোনো ভাঙাচোরা রাস্তা থাকবে না : সেলিম উদ্দিন ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল নওগাঁয় ব্যবসায়ী সুমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মিরসরাইয়ে দুই মাথা ও আট পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম! ‘ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই’ থাইল্যান্ডসহ ৫টি দেশে গমনেচ্ছু বাংলাদেশীদের জন্য সতর্কতা ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

সকল